13 December 2015

দানা পরিমাণ ঈমান

সেই হাদীসটির কথা আমরা অনেকেই হয়তো জানি—হাত দিয়ে না পারলে মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে অন্তত অন্তর থেকে যেন ঘৃণা করি। এটা যদিও সবচেয়ে কমপরিমাণ ঈমানের পরিচায়ক, তবু এটা এমন একটা কাজ যা আমরা "সবাই" করতে সক্ষম।

অনেকের হয়তো হাত দিয়ে কোনো অন্যায় বদলানোর সক্ষমতা নেই, কিংবা থাকলেও পারেন না। অনেকের হয়তো মুখ দিয়ে কোনো অন্যায় বদলানোর সক্ষমতা নেই, কিংবা থাকলেও পারেন না। কিন্তু এমন মুসলিম কি পাওয়া যাবে যিনি অন্তর থেকে কোনো অন্যায়কে ঘৃণা করতে সক্ষম নন?

08 December 2015

নিষিদ্ধ ফেসবুক: "বিকল্প" ব্যবহারকারীদের প্রতি সতর্কবার্তা

বাংলাদেশে ফেসবুকসহ আরও কয়েকটি যোগাযোগের অ্যাপ বন্ধ—খবরটা পুরোনো। আজকের খবর (ডিসেম্বর ৮, ২০১৫; সূত্র: প্রথম আলো) হচ্ছে শিগগিরই ফেসবুক ও অন্যান্য বন্ধ অ্যাপ খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এগুলো বন্ধের পেছনে যে-কারণ দেখানো হচ্ছে তা হচ্ছে: জননিরাপত্তা। অন্য কথায় বেশিরভাগ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য কিছু মানুষের সাময়িক অসুবিধাকে অগ্রাহ্য করা হচ্ছে। সরকার এক্ষেত্রে কতটুকু সফল সেটা বলার ইচ্ছা আমার নেই। তবে এঘটনার পরিপ্রেক্ষিতে স্রষ্টার ঐশী বিধানের অন্যতম একটা দিক সহজে বোঝার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে।

ইসলাম তথা আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থায় গোটা মানবজাতির কল্যাণের স্বার্থে হাতেগোণা কিছু কাজ বা বিষয় নিষিদ্ধ (হারাম) করা হয়েছে। এখানে ব্যক্তিস্বার্থকে আমলে না-নিয়ে গোটা মানবজাতির কল্যাণ, নিরাপত্তার কথা চিন্তা করা হয়েছে। দুটো উদাহরণ দিয়ে বিষয়টি সহজ করছি।

01 December 2015

অনলাইন বইয়ের বাজার থেকে বই কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সমস্যা ও প্রস্তাবনা

তখন সম্ভবত তৃতীয় শ্রেণিতে পড়ি। আমাদের স্কুলে একদিনের জন্য বইমেলার আয়োজন করা হয়েছিল। মূলত শিশু-কিশোরদের উপযোগী বিভিন্ন বইয়ের সম্ভার ছিল সে-মেলায়। যেদিন মেলা হবে তার একদিন আগেই মাইকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছিল।

ছোটোবেলা থেকেই আমার মধ্যে গল্পের বই পড়ার অভ্যাস ছিল। মনে আছে ক্লাস টুতে ভালো ফলাফল করার পুরস্কার হিসেবে রাবেয়া বসরী (র)-এর বই উপহার পেয়েছিলাম। এছাড়াও আরও বিভিন্ন সময়ে উপহার হিসেবে বিভিন্ন বই পেয়েছি। সম্ভবত সবচেয়ে মূল্যবান ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি থেকে পাওয়া এক বান্ডিল বই!