03 August 2014

বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

'বন্ধু' শব্দের একটা অর্থ হচ্ছে শুভার্থী—শুভ ইচ্ছে করে যে। আরও কিছু অর্থের মধ্যে রয়েছে: প্রিয়জন, প্রণয়ী। বন্ধু তাই শুধু সমবয়সীরাই হয় না। বন্ধু হয় অনেক রকম। আমাদের প্রিয়জন আমাদের বন্ধু হতে পারে, আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের বন্ধু হতে পারে। যে-ই আমার জন্য শুভ ইচ্ছা করবে সে-ই আমার বন্ধু। বন্ধ্+উ।

আপনার বন্ধু কি আপনার জন্য শুভ কামনা করে? কেন করবে না! প্রকৃত বন্ধুর পরিচয় তো এখানেই—কে আপনার কল্যাণ চাচ্ছে আর কে অকল্যাণ। আমি হলফ করে বলতে পারি আমার কোনো বন্ধু কখনো চাবে না আমি দুঃখে পড়ি, কষ্ট করি, অশান্তিতে থাকি, বাজে অবস্থায় থাকি। আমিও তেমনি আমার বন্ধুর জন্য কখনো এমন চাই না।

কিন্তু তারপরও নিজের অজান্তেই আমরা অনেকে আমাদের বন্ধুদেরকে খাদের কিনারায় নিয়ে যাই। নিয়ে যাই পতনের চূড়ান্ত সীমায়। এই আমরাই।