28 February 2015

অবিশ্বাসীর মৃত্যুতে আস্ফালন

একজন অবিশ্বাসীর মৃত্যুতে আমাদের দুঃখ পাওয়া উচিত। কাউকে আগেভাগে জাহান্নামে ঢুকিয়ে আমাদের যেমন কোনো লাভ নেই। তেমনি লাভ নেই মহান আল্লাহরও।
সূরাহ ইয়া সীন-এ আমরা দেখি যে, একটি নগরীতে যখন দুজন বার্তাবাহক এসেছিলেনমানুষকে আল্লাহর একত্বের দিকে আহ্বান জানাতেতখন নগরীর লোকজন তাঁদের অস্বীকার করেন। আল্লাহ তখন তৃতীয় আরেকজন রাসূলকে পাঠিয়ে তাঁদের শক্তিবৃদ্ধি করেন। কিন্তু এরপরও নগরীর লোকজন তাদের অস্বীকার করেন, এবং আল্লাহর একত্বে অবিশ্বাসী থাকেন।

12 February 2015

জীবনের তিনটি মহাপ্রশ্ন

প্রথম ভাগ — কে আমাদের স্রষ্টা?

মূল: ড. লরেন্স ব্রাউন (Dr. Lawrence Brown) 

জীবনের কোনো এক পর্যায়ে যেয়ে সবার মনেই এই প্রশ্ন জাগে: “কে আমাদের সৃষ্টি করেছেন?”, “কেন আমরা এখানে এসেছি?”

তো কে আমাদের সৃষ্টি করলেন? আমাদের অধিকাংশ মানুষই ধর্মের মাঝে যতটা না বেড়ে উঠেছি তার চেয়ে বেশি বেড়ে উঠেছি বিজ্ঞানের মাঝে। আর তাই আমরা স্রষ্টাকে যতটা না বিশ্বাস করি তার চেয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করি বিগ ব্যাং বা মহা বিস্ফোরণ ও বিবর্তন তত্ত্বকে। কিন্তু কোনটা বেশি অর্থবহ? বৈজ্ঞানিক তত্ত্ব ও সৃষ্টিতত্ত্ব যে পাশাপাশি অবস্থান করতে পারে না এর পেছনে কি কোনো কারণ আছে?

মহা বিস্ফোরণ হয়তো মহাবিশ্ব সূচনার কারণ ব্যাখ্যা করতে পারে, কিন্তু মহা বিস্ফোরণের জন্য যে আদি ধূলিকণার প্রয়োজন ছিল সেটা কোথা থেকে এল সেই ব্যাখ্যা সে দিতে পারে না। নিশ্চয় কোথাও-না-কোথাও থেকে এসেছে এই ধূলিকণা দুটোএ দুটোর মধ্যে এত পরিমাণ পদার্থ ছিল যে শুধু আমাদের গ্যালাক্সিই নয় এ ধরনের আরও কোটি কোটি গ্যালাক্সির জন্ম দিতে পেরেছেএখন প্রশ্ন হলো এই ধূলিকণা কোথা থেকে এল? কে বা কী এই আদি ধূলিকণা সৃষ্টি করেছে?