31 July 2014

সকালের কড়া রোদ, বিকেলের শান্ত রোদ

জর্জ বি. জনস্টন। ওকলাহোমার এক এনজিনিয়ারিং কোম্পানির নিরাপত্তাবিষয়ক কো-অর্ডিনেটর। তার কাজের একটা দিক হচ্ছে কর্মচারীরা তাদের মাথায় শক্ত হ্যাট পরে কাজ করছে কি না সেটা তদারকি করা। তো প্রথম দিকে তিনি কর্তৃত্ব খাটিয়ে কর্মচারীদের বলতেন যে, তারা কেন পরছে না? এটাই নিয়ম। তাদের পরতেই হবে। ফলাফল: তাকে দেখে কর্মচারীরা মাথায় হ্যাট পরত। তিনি চলে গেলেই আবার তারা হ্যাট খুলে ফেলত।

ব্যাপারটা তিনি খেয়াল করলেন। ভাবলেন একটু ভিন্নভাবে চেষ্টা করে দেখি।

27 July 2014

রামাদানের পর কীভাবে ধরে রাখা যায় রামাদানের রেশ?

প্রতিবছরই রামাদানের শেষে ফাঁকা হতে শুরু করে মাসজিদগুলো। ঘরের ‘ইবাদাতেও আসে শিথিলতা। রামাদানের পুরো মাসজুড়ে যারা জাম‘আতে সলাত আদায় করল, সেই তারাই চান-রাত থেকেই বর্জন করা শুরু করেন সলাত। যেই মানুষগুলো রামাদানের দিনগুলোতে অশ্লীল বাক্যালাপ থেকে শুরু করে অন্যান্য যেসব নিষিদ্ধ (হারাম) ও অপছন্দনীয় (মাকরূহ) কাজ থেকে বিরত ছিল, সেই তারাই যেন পাল্টে যেতে শুরু করেন ভোজবাজির মতো।

সবাই-ই যে এমন তা নয়। ইচ্ছে থাকা সত্তেও অনেকে ধরে রাখতে পারেন না রামাদানে করে যাওয়া ইবাদাতগুলো। রামাদান শেষ হতে না হতেই হারিয়ে যায় স্পিরিট। আবার গা ভাসিয়ে দেন গড্ডলিকা প্রবাহে।

রামাদানের পরও কীভাবে ধরে রাখা যায় রামাদানের রেশ, সারাবছর অটুট রাখা যায় রামাদানের শিক্ষা—জেনে নেব সে বিষয়ে কিছু টিপস:

09 July 2014

আল-কুর'আনের পারাভিত্তিক বিষয়বস্তু ৭-৯

সপ্তম জুয (পারা)-এর বিষয়বস্তু — তাওহীদ

সূরা আল-ফাতিহার পর সূরা আল-আন‘আমই হলো প্রথম মাক্কি সূরাহ। যার ফলে পূর্বোক্ত সূরার বিষয়বস্তুর চেয়ে এর বিষয়বস্তু একদমই আলাদা। মাদানি সূরাতে যেখানে শারীআহ ও রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে মাক্কি সূরাগুলোর কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আকীদাহ (বিশ্বাস)। আমাদের আকীদাহ্‌র সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তাওহীদই (আল্লাহর একত্ব) হচ্ছে এই মাক্কি সূরাটির মূল আলোচ্য বিষয়।

সূরা আল-ফাতিহার মতো সূরা আল-আন‘আমও শুরু হয়েছে ‘আল-হামদু লিল্লাহ’ (সব প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য) শব্দগুলো দিয়ে। আল-কুর’আনের মাত্র পাঁচটি সূরা এই শব্দ দুটি দিয়ে শুরু হয়েছে। এই পাঁচটি সূরাই মাক্কি সূরা। এবং এর সবগুলোরই মূল আলোচ্য বিষয় তাওহীদ।
আল-হামদু লিল্লাহ হচ্ছে আল্লাহর প্রতি প্রশংসাসূচক এক বাক্য। তিনি যে আমাদের সৃষ্টি করেছেন, এবং অবারিত অনুগ্রহ দিয়ে আমাদের লালনপালন করে চলেছেন সেজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতাসূচক এক বাক্য।

আল-কুর'আনের পারাভিত্তিক বিষয়বস্তু ৪-৬

চতুর্থ জুয (পারা)-এর বিষয়বস্তু — মাদীনাহ রাজনীতি

চতুর্থ জুয জুড়েও রয়েছে সূরাহ আলি-ইমরান। কাজেই তৃতীয় জুযের বিষয়বস্তুর সাথে এই জুযের বিষয়বস্তুরও বেশ মিল রয়েছে। তবে এই জুযে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষমতা সুসংহত করার জন্য সামাজিক বাধ্যবাধকতাগুলো পালন করার উপর।

এই জুযের প্রথম আয়াতটিই বেশ গুরুত্বপূর্ণ: “যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দের জিনিস থেকে ব্যয় করবে ততক্ষণ তোমরা পুণ্যের নাগাল পাবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা ভালো করেই জানেন।” (৩:৯২)

আল-কুর'আনের পারাভিত্তিক বিষয়বস্তু ১-৩

প্রথম জুয (পারা)-এর বিষয়বস্তু আল্লাহর বিধিবিধান মানার গুরুত্ব

সূরাহ আল-বাকারাহর প্রায় অর্ধেক শেষ হয়েছে প্রথম জুযে। আল-কুর'আনের সবচাইতে বড় সূরাহ হচ্ছে আল-বাকারাহ। এই সূরাহর মূল আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক আইন ও এগুলো মেনে চলার গুরুত্ব।

মাদীনাহয় ইসলামিক রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হচ্ছিল তখন এই সূরাহ অবতীর্ণ হয়। নবগঠিত এই ইসলামিক রাষ্ট্রের সফলতার জন্য আইনগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আজকে পুনরায় ইসলামকে উজ্জীবিত করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে আল্লাহর বিধিবিধানগুলোকে আমাদের জীবনে অগ্রাধিকার দেওয়া।

04 July 2014

রমাদান নিয়ে সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (অনুবাদ)

মূল: ইসমাইল কামদার, হেড টিউটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি

নোট: নিচের ফাতওয়াগুলোতে যেসব মতামত দেওয়া হয়েছে তা একান্তই আমার ব্যক্তিগত। কুর’আন ও সুন্নাহর উপর ভিত্তি করেই আমি আমার এই মতামতগুলো দিয়েছি; কোনো নির্দিষ্ট মাযহাবের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি যদি কোনো মাযহাব অনুসরণ করেন, তাহলে ফিকহি ব্যাপারগুলোতে স্থানীয় মুফতির সঙ্গে পরামর্শ করুন।

প্রশ্ন: চাঁদ দেখা বিষয়ে স্থানীয় লোকজন যদি ভিন্নমত পোষণ করে সেক্ষেত্রে আমাদের করণীয় কী?