'বন্ধু' শব্দের একটা
অর্থ হচ্ছে শুভার্থী—শুভ ইচ্ছে করে যে। আরও কিছু অর্থের মধ্যে রয়েছে: প্রিয়জন, প্রণয়ী। বন্ধু তাই শুধু সমবয়সীরাই হয় না। বন্ধু হয় অনেক রকম। আমাদের
প্রিয়জন আমাদের বন্ধু হতে পারে, আমাদের
ভালোবাসার মানুষগুলো আমাদের বন্ধু হতে পারে। যে-ই আমার জন্য শুভ ইচ্ছা করবে সে-ই আমার বন্ধু। বন্ধ্+উ।
আপনার
বন্ধু কি আপনার জন্য শুভ কামনা করে? কেন করবে না! প্রকৃত
বন্ধুর পরিচয় তো এখানেই—কে আপনার কল্যাণ চাচ্ছে আর কে অকল্যাণ। আমি হলফ করে বলতে
পারি আমার কোনো বন্ধু কখনো চাবে না আমি দুঃখে পড়ি, কষ্ট করি, অশান্তিতে
থাকি, বাজে অবস্থায় থাকি। আমিও
তেমনি আমার বন্ধুর জন্য কখনো এমন চাই না।
কিন্তু
তারপরও নিজের অজান্তেই আমরা অনেকে আমাদের বন্ধুদেরকে খাদের কিনারায় নিয়ে যাই। নিয়ে
যাই পতনের চূড়ান্ত সীমায়। এই আমরাই।
ভাবছেন
কোনো প্রকৃত বন্ধু কী করে এমন করতে পারে?
কেন, যখন আযান দেওয়া হয় তখন এই আপনিই কি আপনার
বন্ধুকে নিয়ে আড্ডায় ভুলে থাকেন না?
পাশ
দিয়ে যখন কোনো পর্দাহীন নারী হেঁটে যায়, আপনি নিজেই কি তখন আপনার বন্ধুর চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেন না?
অমুক
গানটা হেভ্ভি, তমুক মুভিটা
ফাটাফাটি—এসব বলে বলে আপনিই কি আপনার বন্ধুকে উসকে দেন না?
আরে
খা, একটু খা, একবার খেলে কিছু হবে না—আপনিই কি এভাবে
হারাম পানীয় নিজের হাতে আপনার 'বন্ধু'কে গেলান না?
এভাবে
একটার পর একটা আল্লাহর অবাধ্যতায় কি আপনিই তাকে লাগিয়ে দেন না?
অথচ
আপনি তো তার বন্ধু। শুভার্থী। এই কি তবে শুভ-ইচ্ছের নমুনা?
ভালো
বন্ধু তো সে-ই, যাকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে।
যার
সাথে সময় কাটালে আপনার বিশ্বাস বেড়ে যায়।
যার
সাথে কথা বললে আপনার জ্ঞান বাড়ে।
যার কাজ
দেখলে পরকালের কথা মনে পড়ে।
আপনি
কি চান না, আপনি ও আপনার বন্ধুরা
দুনিয়াতে যেমন একসাথে হাসি-ঠাট্টা-মজা করছেন জান্নাতেও এভাবে একসাথে হাসি-ঠাট্টা-মজা করতে?
যে
বন্ধুদের ছাড়া শহর ছেড়ে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না, আপনি কি চান না তাদের নিয়ে গোটা জান্নাতের বাগান ঘুরে দেখতে?
আপনি
কি চান না, বন্ধুরা সব একসাথে
মিলে স্বর্ণখচিত আসনে হেলান দিয়ে বসে জান্নাতি পানীয় পান করতে?
তাহলে
কেন আজ তবে গলা ধরে তলিয়ে যাচ্ছেন তিমির জঙ্গলে?
এক
লোক একবার নাবিকে (তাঁর উপর
শান্তি বর্ষিত হোক) বলেছিল, "আমি কেবল আল্লাহ ও তাঁর রাসূলকে
ভালোবাসি।"
রাসূলুল্লাহ
তাকে বলেছিলেন, "(পরকালে) তুমি তাদের সাথেই থাকবে যাদের তুমি
ভালোবাসো।" (বুখারি)
খালি
ভেবে দেখেন একবার: জান্নাতে
আপনার বন্ধু আল্লাহ ও তাঁর রাসূল!!
সেই
দিনের আমন্ত্রণ আমার সব বন্ধুকে। :)
সুন্দর লেখা। জাযাকাল্লাহু খাইর!
ReplyDeleteমাশাআল্লাহ অনেক সুন্দর একটি লেখা। বন্ধু নিয়ে আমার এই ছোট্ট লেখাটি পড়ার আমন্ত্রন রইলো। বন্ধু আমার- www.bdmonitor.net/blog/blogdetail/detail/10172/smanaser/55447
ReplyDelete