মূল: আবু আলিয়াহ শুরখিল শারীফ
প্রশ্ন: শা‘বান মাসের ১৫ তারিখকে অতিরিক্ত নামাজ ও ‘ইবাদাতের জন্য আলাদা করা কি ইসলামে
অনুমোদিত? নাকি এটা কোনো তিরস্কারযোগ্য উদ্ভাবন
(বিদ‘আত)?
উত্তর: প্রতি বছরই এই ইস্যু নিয়ে বেশ ভালো পরিমাণ অস্থিরতা ও বিবাদ সৃষ্টি হয়। তা
সত্ত্বেও সত্য এটাই যে, বিদ্বানদের অবস্থান হচ্ছে
এই ইস্যুতে যুক্তিপূর্ণ মতপার্থক্য রয়েছে। প্রথম গ্রুপের বিবেচনামতে বছরের অন্য
কোনো রাতের চেয়ে এই রাতের আলাদা কোনো গুণাবলি নেই। তাঁদের মতে অতিরিক্ত ‘ইবাদাতের
জন্য এই রাতকে আলাদা করে বেছে নেওয়া অনুমোদিত নয়। অন্য গ্রুপের মতে শা‘বানের মধ্য
রাতের অবশ্যই কিছু বিশেষত্ব আছে। এবং এই রাতে অতিরিক্ত নামাজ ও
‘ইবাদাতের জন্য নিয়োজিত হওয়া উচিত।
নিচের আলোচনায় এটা স্পষ্ট হবে যে, কেন মতপার্থক্যের তৈরি
হলো। এবং ক্ল্যাসিকাল ইসলামিক আইনশাস্ত্রমতে উভয় পক্ষের অবস্থানের বৈধতাও পরিষ্কার
হবে। এছাড়াও “মধ্য শা‘বানের রাতের মধ্যে সালাত” ও “মধ্য শা‘বানের রাতের
সলাতের” পার্থক্য
সুস্পষ্ট হবে। প্রথমটার ব্যাপারে প্রমাণ থাকলেও দ্বিতীয়টার কোনো ভিত্তি নেই।