28 May 2015

শবে বরাত নিয়ে অস্থিরতা

মূল: আবু আলিয়াহ শুরখিল শারীফ

প্রশ্ন: শা‘বান মাসের ১৫ তারিখকে অতিরিক্ত নামাজ ও ‘ইবাদাতের জন্য আলাদা করা কি ইসলামে অনুমোদিত? নাকি এটা কোনো তিরস্কারযোগ্য উদ্ভাবন (বিদ‘আত)?

উত্তর: প্রতি বছরই এই ইস্যু নিয়ে বেশ ভালো পরিমাণ অস্থিরতা ও বিবাদ সৃষ্টি হয়। তা সত্ত্বেও সত্য এটাই যে, বিদ্বানদের অবস্থান হচ্ছে এই ইস্যুতে যুক্তিপূর্ণ মতপার্থক্য রয়েছে। প্রথম গ্রুপের বিবেচনামতে বছরের অন্য কোনো রাতের চেয়ে এই রাতের আলাদা কোনো গুণাবলি নেই। তাঁদের মতে অতিরিক্ত ‘ইবাদাতের জন্য এই রাতকে আলাদা করে বেছে নেওয়া অনুমোদিত নয়। অন্য গ্রুপের মতে শা‘বানের মধ্য রাতের অবশ্যই কিছু বিশেষত্ব আছে। এবং এই রাতে অতিরিক্ত নামাজ ও ‘ইবাদাতের জন্য নিয়োজিত হওয়া উচিত।

নিচের আলোচনায় এটা স্পষ্ট হবে যে, কেন মতপার্থক্যের তৈরি হলো। এবং ক্ল্যাসিকাল ইসলামিক আইনশাস্ত্রমতে উভয় পক্ষের অবস্থানের বৈধতাও পরিষ্কার হবে। এছাড়াও মধ্য শা‘বানের রাতের মধ্যে সালাত  মধ্য শা‘বানের রাতের সলাতের পার্থক্য সুস্পষ্ট হবে। প্রথমটার ব্যাপারে প্রমাণ থাকলেও দ্বিতীয়টার কোনো ভিত্তি নেই।

19 May 2015

দা'ওয়াহ: কিছু জানা অজানা কথা

দা'ওয়াহ শব্দের পারিভাষিক অর্থ নির্দিষ্ট কোনো বিশ্বাসের দিকে ডাকা। এটা হতে পারে সত্য কিংবা আল্লাহর পথে, অথবা মিথ্যা কিংবা বাতিল উপাস্যদের দিকে।

ইসলামি আইনের দৃষ্টিকোণ থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকা ফার্দ কিফায়াহ। অর্থাৎ কোনো সম্প্রদায় বা জাতির মধ্যে যদি একদল লোক দা'ওয়াহ দেয়, তাহলে বাকিদের উপর আর এর আবশ্যিকতা থাকে না। তবে বর্তমানে মুসলিম উম্মাহর করুণ দশার দিকে তাকালে একথা স্পষ্ট হয়ে ওঠে যে, প্রত্যককেই তার নিজ সামর্থ্য অনুযায়ী অন্যকে ইসলামের দিকে ডাকা কর্তব্য।

12 May 2015

বই পড়ার উদ্দেশ্য এবং পৃথিবীর বহুল পঠিত বইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক

অধ্যাপক রন ফ্রাই তাঁর “ইমপ্রুভ ইউর রিডিং” বইতে কীভাবে বই পড়লে আমরা কোনো বই থেকে সর্বোচ্চ কল্যাণ পাব, সে ব্যাপারে বিভিন্ন টিপ্‌স, ট্রিক্‌স ও গাইড শেয়ার করেছেন। তাঁর শেয়ার করা বিভিন্ন গাইডলাইনের মধ্যে একটি ছিল পড়ার উদ্দেশ্য নিয়ে: আমরা কী উদ্দেশ্যে সাধারণত বই পড়ে থাকি। তাঁর মতে সাধারণত নিচের ছয়টি উদ্দেশ্যে আমরা বই পড়ি: