16 March 2015

সফলতার সংজ্ঞা

সফলতার সংজ্ঞা কী? কাড়ি কাড়ি অর্থ সম্পদ কামানোর নামই কি সফলতা? নাকি নিজের পরিবারের সবার মুখে হাসি ফোটানোতে, অল্পে তুষ্ট থাকতে পারাতেই সফলতা?

একেকজনের দৃষ্টিকোণ থেকে সফলতার সংজ্ঞা হতে পারে একেক রকম। কেউ হয়তো অ্যাপলের নতুন আইফোন পকেটে রাখাকে সফলতা মনে করবেন। আবার নিম্ন মধ্যবিত্ত কারও কাছে ওয়ালটন মোবাইলই হতে পারে সফলতা। যে ছেলে/মেয়ে পড়াশোনায় সবসময় ভালো তার কাছে রোল নম্বর দুই কিংবা তিনের নিচে যাওয়া মানেই ব্যর্থতা। আর যে ছেলে/মেয়ে শিক্ষার্থী হিসেবে অত ভালো নয়, তার জন্য হয়তো পাস করাটাই সফলতা।

05 March 2015

আমি শয়তান

আমার কোনো ভূমিকার প্রয়োজন নেই। তোমাদের প্রভু আমাকে বহুবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। কিন্তু তোমরা তা থেকে শিক্ষা নাওনি। কারণ, আমি জানতাম তোমরা স্বার্থপর। অযোগ্য। তোমরা ও তোমাদের বাবাকে বানানো হয়েছে কাদামাটি থেকে। কিন্তু আমাকে, আমাকে বানানো হয়েছে আগুন থেকে! এরপরও আমাকে বলা হয়েছে তোমাদের সামনে সিজদাহ করতে। [১]

কেন? কেন আমি তোমাদের সিজদাহ করব? আমি অভদ্রের মতো সেই আদেশ প্রত্যাখ্যান করেছি। আদাম থেকে আমি অবশ্যই বহুগুণে সেরা। আমার এই প্রত্যাখ্যানের কারণে তোমাদের প্রভু আমাকে ওয়াদা করেছেন—জাহান্নামের ওয়াদা, চিরকালের জন্য...