12 October 2018

সালাতে কুমন্ত্রণা: যেভাবে তাড়াবেন

প্রশ্ন: সালাত পড়ার সময় বা ভালো কাজ করার সময় প্রায়ই আমার মনে আজেবাজে চিন্তা আসে সালাতে মনোযোগ দেওয়ার জন্য যখন শব্দের অর্থের দিকে মন দিইমনের মধ্যে খারাপ খারাপ চিন্তা আসে সবকিছু নিয়ে আজেবাজে সব কুমন্ত্রণা আসেএমনকি আল্লাহকে নিয়েও এটা নিয়ে আমি খুবই হতাশ নিজের উপর নিজেরই রাগ হয় জানিআল্লাহ ছাড়া আর কেউ অপরাধ মাফ করেন না কিন্তু আমার এসব চিন্তাভাবনার কারণে মনে হয়আল্লাহর ব্যাপারে আজেবাজে চিন্তার চেয়ে খারাপ কিছু বুঝি আর নেই সালাত শেষে আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু এসব চিন্তা থামাতে পারি না বলে খুব খারাপ লাগে এগুলোর কারণে আমার সালাতের আনন্দ নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আমি বরবাদ হয়ে যাচ্ছি আমাকে একটু পরামর্শ দিনশাইখ