27 December 2013

‘আ'ইশাহ: এক বিদূষী নারীর জীবন থেকে (পর্ব-৩)

লেকচার : ইসমাইল কামদার, প্রতিলিপি : জারা টি.
ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির টিউটোরিয়াল অ্যাসিসট্যান্ট শাইখ ইসমাইল কামদারের ঘণ্টাব্যাপী লেকচারের প্রতিলিপি থেকে অনুদিত।

পাঠকের পড়ার সুবিধার জন্য চারটি পর্বে ভাগ করে প্রকাশ করা হবে ইনশা'আল্লাহ। তৃতীয় পর্বে থাকছে: তৃতীয় পর্বে থাকছে, 'আইশাহ (রা)-এর প্রতি অপবাদ দেওয়ার ঘটনা, সমাজে গীবাহ (গীবত) বা পরনিন্দার ভয়াবহ পরিণতি এবং নাবী ﷺ যে অদৃশ্যের জ্ঞান ('ইল্‌ম আল-গায়্‌ব) জানতেন না তার প্রমাণ।

মিথ্যা অপবাদ
‘আ’ইশাহ (রা)-এর জীবনের একটি বিশেষ ঘটনা হচ্ছে হ়াদিস়-উল-ইফ্‌ক বা তাঁর উপর মিথ্যা অপবাদ দেওয়ার ঘটনা। আলোচক-সমালোচক সবার মাঝেই সম্ভবত এই ঘটনা নিয়ে সবচেয়ে বেশি পর্যালোচনা হয়েছে। ঘটনাটা এমন:

19 December 2013

ত়ালিবুল-‘ইল্‌ম সুপারস্টারস (অনুবাদ)


মূল: ইব্‌ন উমার
মূল লেখার লিংক: muslimmatters.org/2008/03/10/keeping-it-real-student-of-knowledge-superstars/

কে ভেবেছিল “ত়ালিবুল-‘ইল্‌ম”-এর সাথে একদিন যুক্ত হবে রোশনাই আর জৌলুস? কেই-বা ভেবেছিল “জ্ঞানের ছাত্র” হওয়া একসময় পরিণত হবে বহু মুসলিমের ধ্যানজ্ঞানে? নিজেকে পরিচিত করার নতুন ফ্যাশন হবে আমি একজন “দা‘ঈ”? এক হয়ে যাবে জাহিলিয়্যাহ যুগের “নাচিয়ে” আর ইসলামি “জ্ঞানের ছাত্র”?