লেকচার : ইসমাইল কামদার, প্রতিলিপি : জারা টি.
ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির টিউটোরিয়াল অ্যাসিসট্যান্ট শাইখ ইসমাইল কামদারের ঘণ্টাব্যাপী লেকচারের প্রতিলিপি থেকে অনুদিত।
ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির টিউটোরিয়াল অ্যাসিসট্যান্ট শাইখ ইসমাইল কামদারের ঘণ্টাব্যাপী লেকচারের প্রতিলিপি থেকে অনুদিত।
পাঠকের পড়ার সুবিধার জন্য চারটি পর্বে ভাগ করে প্রকাশ করা হবে ইনশা'আল্লাহ। তৃতীয় পর্বে থাকছে: তৃতীয় পর্বে থাকছে, 'আইশাহ (রা)-এর প্রতি অপবাদ দেওয়ার ঘটনা, সমাজে গীবাহ (গীবত) বা পরনিন্দার ভয়াবহ পরিণতি এবং নাবী ﷺ যে অদৃশ্যের জ্ঞান ('ইল্ম আল-গায়্ব) জানতেন না তার প্রমাণ।
মিথ্যা অপবাদ
‘আ’ইশাহ (রা)-এর জীবনের একটি বিশেষ ঘটনা
হচ্ছে হ়াদিস়-উল-ইফ্ক বা তাঁর উপর মিথ্যা অপবাদ দেওয়ার ঘটনা।
আলোচক-সমালোচক সবার মাঝেই সম্ভবত এই ঘটনা নিয়ে সবচেয়ে বেশি পর্যালোচনা হয়েছে। ঘটনাটা
এমন: