||| হাম হাম |||
দুদিন আগে ঘুরে এলাম শ্রীমঙ্গল জেলার 'হাম
হাম' থেকে। মূল জায়গাটা নয়নাভিরাম বলতে যা বোঝায় তা হয়তো নয়, তবে মানুষের তেমন পদচারণা নেই বলে অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোর মতো জায়গাটা এখনো নোংরা হয়ে যায়নি।
গাড়ি যে পর্যন্ত যায়, তার পর থেকে 'হাম হাম' যাওয়ার দুটো পথ আছে। একটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে দুঘন্টার পথ। সাধারণ পর্যটকরা এ পথটাতেই বেশি যায়। আরেকটি পথে রয়েছে খাল, পুকুর, পাহাড়, পাথর, গিরিপথ—একটা ঘন জঙ্গলে যত রকমের প্রতিবন্ধকতা থাকা দড়কার তার সব উপকরণে পরিপূর্ণ। অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম দ্বিতীয় পথটাই।